• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জৈষ্ঠ ১৪২৯

রাজনীতি

বিএনপি গণতন্ত্রের কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেস্টা করছে ছাত্রলীগের সাবেক সভাপতি

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২০ সেপ্টেম্বর ২০২৩

বাগেরহাট প্রতিনিধি:


বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেছেন, বিএনপি-জামায়াত দেশে বিদেশে নানা ষড়যন্ত্র করছে।তারা জনগনের উপর আস্থা রাখতে পারে না।তারা ধর্মের দোহাই দিয়ে গণতন্ত্রের কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেস্টা করছে।সরকারের বিরুদ্ধে নানা প্রকার অপপ্রচার করছে।দূর্ণীতির কথা বলছে। বিএনপির সময়ইতো দেশ ৫ বার দূর্নীতিতে চ্যাম্পিয়ান হয়েছে।
বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভার কাপুড়িয়া পট্টিতে জামায়াত-বিএনপি জোটের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বদিউজ্জামান সোহাগ বলেন, বর্তমান সরকারের সময় দেশে ব্যপক উন্নয়ন হয়েছে। ঘরে ঘরে ভাতার টাকা পৌছে দিয়েছে। দেশকে ডিজিটাল করে, দূর্নীতমুক্ত করা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।এই উন্নয়নের ধারা অব্যহত রাখতে সকল ভেদাভেদ ভুলে আবারো নৌকা বিজয়ী করতে হবে।তা না হলে অশুভ শক্তি ক্ষমতায় গেলে সকল উন্নয়ন বন্ধ হয়ে যাবে।

মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী খানের সভাপতিত্বে শরণখোলা উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক মাহফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ সাহাবুদ্দিন তালুকদার, বলইবুনিয়া ইউনিয়ন চেয়ারম্যান শাজাহান আলী খান, নিশানবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান সাইফুল ইসলাম, হোগলাবুনিয়া ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আকরামুজ্জামানসহ দলীয় নেতার্কীরা বক্তব্য দেন।

শান্তি সমাবেশে মোরেলগঞ্জ ও শরণখোলার ২০ টি ইউনিয়ন থেকে মিছিলসহকারে আওয়ামী লীগের নেতাকর্মীরা যোগদান করেন।বৈরি আবহাওয়া উপেক্ষা করে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহনে জনসমুদ্রে পরিণত হয় শান্তি সমাবেশ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads